হাসান ইবনে শামীমমের জন্ম ১৯৮৩ সালের অক্টোবরে। তাঁর মূল নাম হাসান আল বান্না। বাবা শামীম আব্দুল লতিফ, মা মাহমুদা শামীম। জন্মভূমি ও পৈতৃক নিবাস কাশিমাড়ী, শ্যামনগর, সাতক্ষীরা। বর্তমানে বসবাস করছেন মালয়েশিয়ার পেতলিংজায়ায়। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ- স্বর্ণলতা, জলকন্যা ভাটির দেশ, নদী বয়ে যাক, পটে আঁকা ছবি, উলঙ্গ চাঁদ, তৃষ্ণার্ত যৌবন এবং গল্পগ্রন্থ পরীদের সোনার মহল।