করামত আলী

সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন মোহাম্মদপুর গ্রামে কবি করামত আলী জন্ম। প্রাতিষ্ঠানিক সনদপত্র অনুযায়ী তাঁর জন্ম তারিখ ২৩ জুন ১৯৪০। তিনি ১৯৫৭ সালে কানাইঘাট হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষা উত্তীণ হন।এই স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নকালে তাঁর পিতা ফজল মিয়া মৃত্যবরণ করেন। মেট্রিক পাস করার পর তিনি গোলাপগঞ্জ উপজেলাধীন রণকেলী প্রাথমিক ‍বিদ্যালয়ে শিক্ষকতা আরম্ব করেন। এখানে থাকা অবস্থায় সি.ইন.এড পাস করেন। পরবতীতে জকিগঞ্জের গুরুসদয় জুনিয়র হাইস্কুলে ভাণিকুল্যার শিক্ষক ‍হিসেবে যোগ দেন। এখানে কিছুদিন চাকুরি করার পর জকিগঞ্জের সোনাসার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতাকালীন সময়ে তিনি ১৯৬৬ সালে বহিরাগত পরীক্ষাথী হিসাবে এইচ .এস সি এবং ১৯৬৯ সালে বি.এ পাস করেন। জকিগঞ্জ ্এলাকায় স্বনামধন্য শিক্ষক এবং শিক্ষাবিদ হিসেবে তাঁর রয়েছে সুখ্যাতি।