বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ লেখক জনি হোসেন কাব্য। জন্ম ৫ মার্চ ১৯৯৬, লক্ষ্মীপুরের রায়পুরে, নানার বাড়িতে। বাবা মফিজুর রহমান ও মা আমেনা বেগমের মেঝো ছেলে তিনি। ৫ম শ্রেণিতেই লেখালেখির হাতেখড়ি। জাতীয় ও আঞ্চলিক দৈনিকের পাশাপাশি বিভিন্ন মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখছেন জনি। এছাড়াও সম্পাদনা করছেন শিশুকিশোর ম্যাগাজিন ‘ভোঁদৌড়’। প্রকাশিত গ্রন্থ ২১টি।